Tetul (তেঁতুল) lyrics Sohan Ali & Ismile Hossain

"Tetul | তেঁতুল" is a rich fusion of traditional Rajbanshi folk music from North Bengal, brought to life by Sohan Ali and Ismile Hossain. The song blends age-old lyrical essence with a fresh contemporary arrangement. It carries the spirit of village life, cultural symbolism, and folk heritage, reimagined with modern musical elements and soulful vocals.


Tetul | তেঁতুল lyrics Sohan Ali & Ismile Hossain
Song Details

  • Song: Tetul | তেঁতুল
  • Artist: Sohan Ali & Ismile Hossain
  • Lyrics: Collected (Traditional Rajbanshi Geet of North Bengal)
  • Mid Part Written & Composed by: Sohan Ali
  • Music Composed, Arranged, Produced, Mixed & Mastered by: Sohan Ali

Tetul Lyrics in Bengali:

কুয়ার পাড়ে তেতুলের গাছ  
কুয়ার পাড়ে তেতুলের গাছ  
ঝিরি ঝিরি উড়ে তাঁর পাতা লো ফেরিওয়ালা  
আরে ঝিরি ঝিরি উড়ে তাঁর পাতা লো ফেরিওয়ালা ।  

তোমার মালার দাম ওরে ফেরিওয়ালা  
তোমার মালার দাম ওরে ফেরিওয়ালা  
কয় বা ট্যকা দাম ও লো ফেরিওয়ালা  
আরে কয় বা ট্যকা দাম ও লো ফেরিওয়ালা ।  

হামার মনের ভেতর বাহে আছে কঠিন জ্বালা  
মোরে কেউ বোঝে না রে, মোরে কেউ বোঝে না রে  
ভবের আবাদ হইলো বন্ধ  
কম আর বেশি সবাই অন্ধ  
যে যার ঘাড়ে ভর করে  
হয় রে পগার পার  
এ কেমন দুনিয়াদার, ওরা কেমন দুনিয়াদার !  

কুয়ার পাড়ে তেতুলের গাছ  
কুয়ার পাড়ে তেতুলের গাছ  
ঝিরি ঝিরি উড়ে তাঁর পাতা লো ফেরিওয়ালা  
আরে ঝিরি ঝিরি উড়ে তাঁর পাতা লো ফেরিওয়ালা ।  

উত্তর পাড়া যাও ওরে ফেরিওয়ালা  
উত্তর পাড়া যাও ওরে ফেরিওয়ালা  
হামরাই মালা নেবো লো ফেরিওয়ালা  
আরে হামরাই মালা নেবো লো ফেরিওয়ালা  
  

Post a Comment

0 Comments