Kata ( কাঁটা) lyrics - Sohan ali ft. Maruf Mrinmoy

"কাঁটা | Kata" is a soulful rendition of the traditional Bhawaiya folk song, enriched by the creative inputs of Sohan Ali and Maruf Mrinmoy. Featuring traditional instruments like flute and dotara, the song blends classic roots with modern composition, reflecting the cultural essence of northern Bengal’s folk heritage.


Kata lyrics - sohan ali
🎵 Song Details

  • Song: কাঁটা | Kata
  • Artist: Sohan Ali & Maruf Mrinmoy
  • Lyric & Tune: Traditional Bhawaiya
  • Extended Part Written & Composed by: Sohan Ali
  • Flute & Dotara: Maruf Mrinmoy
  • Music Composed, Arranged, Programmed, Produced, Mixed & Mastered by: Sohan Ali

kata song Lyrics in Bengali:

পাটা বেচেয়া কিনিম গরু  
কুশার বেচি গাড়ি  
মুউ হমো হাউশের গাড়িয়াল  
তুই হবু নাইওরি  
তুই যাবু তোর বাপের বাড়ি  
মুই যাম শ্বশুরবাড়ি  
এইবার সামলিবার পাবু  
এতোই কাটা মারি ।  

হিমালয়ের বাতাস  
ভেসে আসে  
শেকড়ের সুরে  
দুলে যাই ।  

জৈষ্ঠ্যমাসে মিষ্ট ফল গাছে পাকে আম  
আম পাকে আর কাঁঠাল পাকে  
আরো পাকে জাম  
সেই জাম খাবার তুই যাবু বাপের বাড়ি  
এইবার সামলিবার পাবু  
এতোই কাটা মারি  ।  
  

Post a Comment

0 Comments