Premlota | প্রেমলতা lyrics - Sohan ali

"Premlota | প্রেমলতা" is a soulful Bengali romantic track by Sohan Ali, blending poetic lyrics with emotional melodies. The song paints a vivid picture of longing, confession, and love expressed through beautifully crafted verses and acoustic instrumentation. With heartfelt vocals and expressive guitar work, it's a modern ode to timeless love.


Premlota | প্রেমলতা lyrics - Sohan ali
 Song Details

  • Song: Premlota | প্রেমলতা
  • Artist: Sohan Ali
  • Written, Composed, Arranged, Produced, Mixed & Mastered by: Sohan Ali
  • Guitar: Antu Das & Sohan Ali

Permlota Lyrics in Bengali:

ও গো প্রেমলতা তোমার বাবার  

কানে কানে বলে দিও  

ছেলে জুটে গেছে সত্যি বলছি ভেবো !  

আলগোছে বসো কাধটা ধরে  

তোমার চুলে প্রেমের চালান দেবো ।  

শুধু পালাই পালাই করো কেনো পালাই  

আকাশ রাঙ্গাই মলিন চোখে সময় থামাই  

খুন করেছো নজর দিয়ে ঘুম কুটুমের ঘরে  

মোমের মতো গলছি ভীষণ রাতটা যত বাড়ে  

ঝুম আষাঢ়ের রাত্রি আমায় ভেবো,  

আলগোছে বসো বুকটা ধরে  

তোমার জলে প্রেমের সাঁতার দেবো ।  

শুধু হারাই হারাই করি কেনো হারাই  

নিবেদনের বেদন ব্যথা যেচে বাড়াই  

খুন করেছো বজ্র ছোয়াঁয় ঘুম কুটুমের ঘরে  

ঝড়ের বেগে হারাও তুমি আক্ষেপেরই ভোরে  

মন পাথারের নাবিক নাহয় ভেবো,  

আলগোছে বসো বুকটা ধরে  

তোমার জলে প্রেমের সাঁতার দেবো ।

  

Post a Comment

0 Comments