Mayabi Raat Lyrics – Highway| MritoDeherGaan Album | Aether|

"Mayabi Raat" (মায়াবী রাত) হল Mrito Deher Gaan অ্যালবামের ৮ম ও শেষ গান। Aether-এর সুরে ও কণ্ঠে এই গানটি এক নিবিড় রোমান্টিকতা ও অতিপ্রাকৃত অনুভবের প্রকাশ।

Mayabi Raat Lyrics – Highway| MritoDeherGaan Album | Aether|
🎵 Song Details:
  • Song: Mayabi Raat (মায়াবী রাত)
  • Album: MritoDeherGaan
  • Composition & Vocal: Aether
  • Band: Highway
  • Cover Art: Sadia

Mayabi Raat Lyrics in Bengali:

এই রাত মায়াবী রাত  

এই পথে আছে জাদু  

এই চাঁদ একা হয়েছে  

তোমায় আমায় সঙ্গ দেবে বলে  

দূরে যা আছে, আধারে লুকিয়ে আছে  

সবুজ যা আছে অদূরে কুয়াশায় ঘুমিয়ে গেছে  

তোমায় আমায় সঙ্গ দেবে বলে  

থেমে ছিল যে জড়তা, এ রাতের শীতল সুভাষে হেড়ে গেছে,  

চঞ্চল হাওয়া সে ঠিকানা ভুলে, তোমার চুলে লুকিয়ে আছে  

তোমায় আমায় সঙ্গ দেবে বলে  

এই রাত মায়াবী রাত  

এই আধারে আছে জাদু  

এই পথ ঠিকানা ভুলে যাক  

এই সময় থেমে যাক  

এই চাঁদ একা হয়েছে  

তোমায় আমায় সঙ্গ দেবে বলে...

                         ...ইথার

Tags: Mayabi Raat lyrics, MritoDeherGaan album, Aether songs, Bengali band lyrics, মায়াবী রাত লিরিক্স, Sadia cover art, ethereal Bangla song, Bengali romantic lyrics

Post a Comment

0 Comments