"Asmani" is a soul-touching Bengali song by the band Highway from the album Jacchi Kothay. The lyrics and tune are crafted by Aether, who also contributed to the composition, production, and instrumentation. This song carries deep emotional layers expressed through poetic words and heartfelt melody.
🎵 Song Details:- Song: Asmani (আসমানি)
- Album: Jacchi Kothay
- Band: Highway
- Lyrics & Tune: Aether
- Composition & Production: Aether
- Mixing & Mastering: Aynus Tazwar
- Bass Guitar: Dipto
- Acoustic Guitar: Aether
- Other Guitars: Aether & Priyo
- Drums: Sam & Aether
- Flute: Aether
Asmani Lyrics in Bengali:
এসেছিল এক আসমানি নায়িকা, নিয়ে আসমানি চোখ। দেখেছিলাম আসমানি আদলে তার আসমানি মুখ। সে এসেছিল নিয়ে এক আসমানি গল্প, তার আসমানি হাসি। সেই আসমানি হাসিতে আমি, ডুবে ছিলাম একটু বেশি। তারপর, এলো এক আসমানি খবর— হবে এক আসমানি ঝর। নিয়ে যাবে আসমানি চাদর, সেই পাঁচটি বছর। সেই পাঁচটি বছর আমি দিয়ে দিলাম কবর... সেই পাঁচটি বছর আমি দিয়ে দিলাম কবর। শুধু রয়ে গেলো এই আসমানি দাস, আর একটু পরেই হবে লাশ। তার দৃষ্টি যেন ছিল এক আসমানি কবিতা, সেই আসমানি চোখ। সেই আসমানি নিরবতায় একটু কাছে আসাই ছিল অনন্ত সুখ। এত কাছে থেকেও সে ছিল এক আসমানি না-পাওয়া। তার আসমানি বারণ, কত আসমানি মুহুর্ত, সেইসব আসমানি নীরব বুঝেও না-বোঝার কারণ। সেই চোখে ছিল আসমানি জাদু, ছিল সে দৃষ্টি অতি জীবন্ত। সেই জাদুর রঙ ও সুগন্ধিতে, ছিল বারোমাস বসন্ত। ছিল বসন্ত বৈশাখ, ছিল বসন্ত শ্রাবণ। কোনো এক বসন্ত কুয়াশায় সেইসব আসমানি সময় হারিয়ে গেল— কখন, কোথায়? জানা গেল, নতুন নিয়ম হবে— প্রিয় আসমানি চলে যাবে। সে ফিরিয়ে নেবে তার আসমানি চাদর। সেই পাঁচটি বছর, শুরু হয়ে গেল আসমানি ঝর, সে এক প্রচণ্ড আসমানি ঝর! যন্ত্রণা কমাতে, সেই পাঁচটি বছর আমি দিয়ে দিলাম কবর...
Tags: Asmani lyrics, Highway band, Aether lyrics, Bengali band song, Jacchi Kothay album, Bengali lyrics, আসমানি গান
0 Comments