Kichu Chitkar Ache (কিছু চিৎকার আছে) lyrics - HIGHWAY

"কিছু চিৎকার আছে" গানটি বাংলা ব্যান্ড সংগীতের এক অনন্য সৃষ্টি, যা উৎসর্গ করা হয়েছে বাংলা রক লিজেন্ড গুরু জেমস-এর জন্মদিন উপলক্ষে। এটি Highway ব্যান্ডের নতুন অ্যালবাম Jacchi Kothay-এর প্রথম গান, যেখানে শব্দ, সুর, ও বেদনাবোধ একসাথে মিশে এক গভীর অনুভূতির সৃষ্টি করে।

কিছু চিৎকার আছে lyrics - Highway


🎵 Song Details:

  • Song: কিছু চিৎকার আছে
  • Album: Jacchi Kothay
  • Band: Highway
  • Lyric & Tune: Aether (ইথার)
  • Composition & Production: Aether
  • Cover Design: Farhan Islam Hira
  • Release Date: 02 October 2023
  • Dedicated to: Guru James (গুরু জেমস)

Kichu Chitkar Ache Lyrics in Bengali - Highway:

তোমাদের সব হিসাবের পরেও আমার

কিছু কথা আছে,

কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।

তোমাদের সব যুক্তির পরেও আমার

কিছু ব্যথা আছে,

কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।

তোমাদের সব হিসাবের পরেও আমার

কিছু হিসাব আছে,

কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।

নীরবে, নীরবে, নীরবে

নীরবে আমার কিছু নীরবে অনুভুতি

নীরবে, নীরবে, নীরবে

নীরবে আমার কিছু নীরবে অভিমান

নিভৃতে... কোন ভাষা নেই বলার

কোথাও... নেই কেও নেই

এ অনন্ত অসীম পথে, 

যাচ্ছ একাই

অভীমানে, কি লাভ মেনে নাও

তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই চিৎকার পোছবেনা কোথাও।

...

তোমাদের সব অভীমানের পরেও আমার

কিছু অভীমান আছে,

কেও কি দেখতে পাও? যখন তা অভীমান করে।

তোমাদের সব হিসাবের পরেও আমার

কিছু অনুভুতি আছে,

কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।

তোমাদের সব হিসাবের পরেও আমার

কিছু চিৎকার আছে,

কেও কি শুনতে পাও? যখন তা অনুভুতি করে।

নীরবে, নীরবে, নীরবে

নীরবে আমার কিছু নীরবে অনুভুতি

নীরবে, নীরবে, নীরবে

নীরবে আমার কিছু নীরবে অভিমান

নিভৃতে... কোন ভাষা নেই বলার

কোথাও... নেই কেও নেই

এ অনন্ত অজানা পথে

যাচ্ছ একাই

অভীমানে, কি লাভ মেনে নাও

তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই আওাজ যাবেনা কোথাও।

কোথাও... নেই কেও নেই

এ অনন্ত অজানা পথে

যেতে হবে একাই...

অভীমানে, কি লাভ মেনে নাও

তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই চিৎকার পোছবেনা কোথাও।

                                      ...ইথার

Tags: কিছু চিৎকার আছে lyrics, Jacchi Kothay album, Highway band, Bengali rock song, Guru James tribute, ইথার গান, Guru James birthday special, Bengali band lyrics

Post a Comment

0 Comments