Prem Kahini (প্রেম কাহিনী) Lyrics - Kumar Sanu

Prem Kahini Song Is Sung By Kumar Sanu.Prem Kahini Lyrics in Bengali written by Ripon Mahmud.


Prem Kahini Song Is Sung By Kumar Sanu.Prem Kahini Lyrics in Bengali written by Ripon Mahmud.

Song Info:
Song: Prem Kahini
Singer: Kumar Sanu
Lyrics: Ripon Mahmud
Tune & Music: Pallab Gautam
Cast: Sajjad Chowdhury & Sonia Lazuk
DOP: Sheul Babu
Edit & Color: TD Dipok
Factory: Black Rose Films
Direction: MH Rizvi
Genre: Pop
Language: Bangla
Digital Distribution: Mostafijur Rahman & Istiaq Rahman
Label: Gaanchill Music

Prem Kahini (প্রেম কাহিনী) Lyrics in Bengali:

হেরে যাবো বলে, তোকে ভালোবাসিনি।
ছেড়ে যাবো  বলে, তোর কাছে আসিনি।
হেরে যাবো বলে, তোকে ভালোবাসিনি।
ছেড়ে যাবো  বলে, তোর কাছে আসিনি।
তোর দুটি হাত ধরে, যেতে চাই পরপারে।
তোর দুটি হাত ধরে, যেতে চাই পরপারে।
ইতিহাস হবে এই প্রেমকাহিনী।
ইতিহাস হবে এই প্রেমকাহিনী।

কেড়ে নিতে তোকে যদি, আসে মরণ 
একই সাথে সে মরণ, করবো বরণ
ও কেড়ে নিতে তোকে যদি, আসে মরণ 
একই সাথে সে মরণ, করবো বরণ

বিধাতাও জানে, ভালোবাসার মানে
বিধাতাও জানে, ভালোবাসার মানে
তোকে ছাড়া বাঁচবো না, এক রজনী।
হেরে যাবো বলে, তোকে ভালোবাসিনি।
ছেড়ে যাবো  বলে, তোর কাছে আসিনি।

হে হে আহা হে হে
হু হু আহা

মরণের উপরে যদি থাকে রে জীবন,
সে জীবনে তোকে চাই, বলে এই মন
ও মরণের উপরে যদি থাকে রে জীবন,
সে জীবনে তোকে চাই, বলে এই মন
প্রেমের টানে, দেব জীবন দানে
এপ্রেমের টানে, দেব জীবন দানে
একবারও  ভাববো না, শোনো স্বজনী।

হেরে যাবো বলে, তোকে ভালোবাসিনি।
ছেড়ে যাবো  বলে, তোর কাছে আসিনি।
হেরে যাবো বলে, তোকে ভালোবাসিনি।
ছেড়ে যাবো  বলে, তোর কাছে আসিনি।
তোর দুটি হাত ধরে, যেতে চাই পরপারে।
তোর দুটি হাত ধরে, যেতে চাই পরপারে।
ইতিহাস হবে, এই প্রেমকাহিনী।
ইতিহাস হবে, এই প্রেমকাহিনী।
  
📌 Tags:

#PremKahini #KumarSanu #BanglaLyrics #GaanchillMusic #প্রেম_কাহিনী #BengaliSongLyrics #PopSong #LoveSong

Post a Comment

0 Comments