KONGKAL (কঙ্কাল) lyrics – Swopnobaji

"KONGKAL" (কঙ্কাল) song is sung By Sudipta from Swopnobaji Band."KONGKAL" (কঙ্কাল) song lyrics in Bengali Written By Sudipta.

কঙ্কাল lyrics -Swopnobaji


🎤 Song Info:

  • Song: KONGKAL(কঙ্কাল)
  • Vocal, Lyrics & Tune: Sudipta
  • Guitar: Joy
  • Band: Swopnobaji
  • Drums: Saummajit
  • Bass Guitar: Shipon
  • Keyboard: Sudipta
  • Video Editing: Joy
  • Photo Editing: Saumik
  • Management: Elena
  • Co-ordination: Suruj
  • Composition: Swopnobaji
  • Recording Studio: Bumble Bee Productions
  • Mixing & Mastering: Jkh Jesan

KONGKAL( কঙ্কাল ) Lyrics in bengali:

তোমার আর আমার বন্ধনে কাঁটাতার,
টেনেছে বিভেদের দেয়াল;
বন্ধুর এই আকাল বিশ্বাস পুড়ে ছাই,
হেনেছে আমাদের খেয়াল।।

সীমানা তোমার
আমার অনধিকার
আর ভাগ্য গড়ে মহাকাল;
পেড়িয়ে কাঁটাতার
সামনে তোমার
দাঁড়িয়ে আমার
কঙ্কাল।
তোমার আর আমার বন্ধনে কাঁটাতার,
টেনেছে বিভেদের দেয়াল;
বন্ধুর এই আকাল বিশ্বাস পুড়ে ছাই,
হেনেছে আমাদের খেয়াল।
অস্থিচর্ম্মসার এই দেহ আমার
করছে আন্দোলন চাইছে আজ বিচার।।
মুক্তি মন্ত্র নয় চুক্তিবদ্ধ ভয়,
হয়তো ফিরবে না আর সে কাল;
পেড়িয়ে কাঁটাতার সামনে তোমার
দাঁড়িয়ে আমার কঙ্কাল।
তোমার আর আমার বন্ধনে কাঁটাতার,
টেনেছে বিভেদের দেয়াল;
বন্ধুর এই আকাল বিশ্বাস পুড়ে ছাই,
হেনেছে আমাদের খেয়াল।
একটি স্বপ্ন যার বিচ্ছেদী কারবার
চলছে রাত্রি-দিন উপায় নেই বাঁচার।।
সংশয়ে তরী ভার, মিথ্যে অন্ধকার,
‘সত্য' সত্যি আজ টালমাটাল।
পেড়িয়ে কাঁটাতার সামনে তোমার
দাঁড়িয়ে আমার কঙ্কাল।
তোমার আর আমার বন্ধনে কাঁটাতার,
টেনেছে বিভেদের দেয়াল;
বন্ধুর এই আকাল বিশ্বাস পুড়ে ছাই,
হেনেছে আমাদের খেয়াল।
সীমানা তোমার আমার অনোধিকার
আর ভাগ্য গড়ে মহাকাল;
পেড়িয়ে কাঁটাতার সামনে তোমার
দাঁড়িয়ে আমার কঙ্কাল।

Post a Comment

0 Comments