Tobe Keno (তবে কেন) lyrics - Matrrivumi

Tobe Keno song is sung by Saddam Hossen Ripon from Miche Kolpona Bengali Album. Tobe Keno song lyrics in Bengali written by Shajol Ahmed.

Tobe keno lyrics - Matrrivumi


  • Song name : Tobe Keno
  • Album : Miche Kolpona
  • Band : Matrrivumi
  • Lyrics & Tune : Shajol Ahmed
  • Vocal : Saddam Hossen Ripon
  • Guitar : Mir Miadad
  • Guitar : Rafiul Islam Joy
  • Bass : Tonmoy Shikder
  • Drums : Azizun Nayeem
  • Keyboard : Polash

Tobe Keno Lyrics in Bengali:

দূরে যাবি চলে যে তুই
তবে কেন এসেছিলিস
বলে ছিলি হাটবি আমার হাত ধরে
প্রতিটি প্রহর
এখন কেন হারিয়ে গেছিস

দূরে যাবি চলে যে তুই
তবে কেন এসেছিলিস
বলে ছিলি হাটবি আমার হাত ধরে
প্রতিটি প্রহর
এখন কেন হারিয়ে গেছিস

কাটছেনা সময় তোকে ছাড়া আমি অসহায়
ঘুমনেই চোখে জেগে একা
পারছিনা যে ভুলতে তোমার র্স্পশ গুলো
জানি না পাবো কিনা তোমার দেখা

যন্ত্রনার পাহাড় গড়ে আছে আমার মনে
অপেক্ষায় ধসে পড়বে কবে
অন্ধকার এখন চাড়ি পাশে আমায় ঘিরে
পুড়ছি আমি প্রতিনিয়ত তিলে তিলে

তবে কেন আমায় স্বপ্ন দেখালি
রূপ কথার জগেতের গল্পের মতো
তবে কেন আমার চোখ ভেজালি
বর্ষা বাঁধভাঙ্গা স্রোতের মতো ওও..

যন্ত্রনার পাহাড় গড়ে আছে আমার মনে
অপেক্ষায় ধসে পড়বে কবে
অন্ধকার এখন চাড়ি পাশে আমায় ঘিরে
পুড়ছি আমি প্রতিনিয়ত তিলে তিলে
এহে হে হে হেএ হে হে

তবে কেন আমায় স্বপ্ন দেখালি
রূপ কথার জগেতের গল্পের মতো
তবে কেন আমার চোখ ভেজালি
বর্ষা বাঁধভাঙ্গা স্রোতের মতো হো হো
তবে কেন

Post a Comment

0 Comments