Loke bole ( লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার) lyrics - Hasan Raja

"লোকে বলে বলেরে" একটি জনপ্রিয় ও গভীর তাৎপর্যপূর্ণ বাউল/লোকসঙ্গীত। এই গানের মধ্য দিয়ে জীবনের অনিত্যতা, দেহমন্দির, আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিক উপলব্ধি ফুটে উঠেছে। এই গানটি মূলত হাসন রাজা এর দর্শনধর্মী চিন্তার প্রতিফলন, যেখানে তিনি চিরস্থায়ী কিছু গড়ার আকাঙ্ক্ষা না রেখে অন্তর্জগতের দিকে মনোযোগ দিয়েছেন।

loke bole bole re Lyrics in Bengali:

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।।

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।

এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন।
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।

গানের তাৎপর্য:

এই গানের মাধ্যমে মানুষের জীবন যে অস্থায়ী এবং জাগতিক ভোগ-বিলাস শেষ পর্যন্ত বৃথা — তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হাসন রাজা এখানে আধ্যাত্মিক জিজ্ঞাসার কথা বলছেন এবং জানাচ্ছেন, বাহ্যিক বিলাসিতা না করে আত্মার দিকে মনোযোগ দেওয়াই জীবনের আসল উদ্দেশ্য।

— গীতিকার: হাসন রাজা (Hasan Raja)

Post a Comment

0 Comments