Gondho Khuje Pai ( গন্ধ খুঁজে পাই) lyrics - Bay of Bengal

Gondho Khuje Pai Song is sung by Bakhtiar Hossain from Bengali Band Bay of Bengal.Gondho Khuje Pai Song lyrics in Bengali written by Bakhtiar Hossain.


Gondho Khuje Pai lyrics - Bay of Bengal


Song Info
Song
Gondho Khuje Pai
Band
Bay of Bengal
Lyrics
Bakhtiar Hossain
Recording Studio
TINT
Guitarist
Abid Ahmed Ivan & Shahriar Arosh
Mixed & Mastered
Syed Arif Al Hoque (Studio Mars)

Gondho Khuje Pai Lyrics in Bengali:

দেখো তোমার কোমল প্রস্তর অঙ্গ  

ডুবে গেছে কোমল জলে  

আলো থেকে নেমে এসে অন্ধকারে  

তলিয়ে গেছে এ কার শরীর?  

সবুজ লাল শাড়ির রঙ মুছে গেছে  

এইতো সেদিন, বৃষ্টিতে ভয়  

শহরের ত্রিচক্রযান থেমে গেছে  

পথে পথে আলোর বিস্ময়।  

জলের কপাট ভেঙে  

ভোরের শীতলতা ফুঁড়ে  

উড়ে এসে বসে কি কোন শালিক তোমার কাঁধে?  

নিদারুন স্তব্ধতা, অগ্নিময় নীলকন্ঠ  

ভুলে খোঁজো কি আমায় এখনও?  

এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই।  

ঘুমন্ত কপালের চন্দ্রলেখা  

ছুঁয়ে গেছে প্রীতিকণা  

অনির্দেশ আঁধার সব ছুঁয়ে গেছে  

তবু চলছে জগত মেঘচন্দ্রমা  

চোখের জল মুছে ফেলে  

নিদারুণ স্তব্ধ দীগন্তে  

তুমিওকি তাকিয়ে থেকে ভাবো আমার মতো?  

ছুটন্ত স্টেশনে হাজারো মুখের ভীড়ে  

আমি খুঁজি প্রিয়মুখ এখনও।  

এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই।  

ভুবন পরে আছে দিশাহীন  

অনুভূতি হয়না বিলীন  

রংতুলি আর ক্যানভাসে জমে গেছে ধূলো  

কথা ছিলো দেখবো সমুদ্র  

দক্ষিণের বাতাসে ভাসবো  

ঝড়ো হাওয়া এসে করে গেলো স্বপ্নবিলীন।  

      

Bay of Bengal — Band Lineup

Vocals, Guitars, and Flutes
Bakhtiar Hossain
Guitars
Rakibul Nipu
Bass
Ahtesham Abid
Keyboard
Jamee Rahman

Post a Comment

0 Comments