Song Info:
- Song: Asmane Jaio Na re Bondhu (আসমানে যাইওনা রে বন্ধু)
- Singer: Pagol Hasan
- Lyrics: Pagol Hasan
Asmane Jaio Na re Bondhu Lyrics In Bengali:
আসমানে যাইওনা রে বন্ধু ধরতে পারবো না, তোমায় পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারবো না, তোমায় আসমানে যাইওনা রে বন্ধু ধরতে পারবো না, তোমায় পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারবো না, তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥ তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥ আসমানে যাইওনা রে বন্ধু ধরতে পারবো না, তোমায় পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারবো না, তোমায় ওওও বন্ধুরে… এহে এহে এহে এহেএ দূর আকাশে চাঁন্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাইরে বন্ধু কেবল তুমি ছাড়া । ওওও বন্ধুরে… এহে এহে এহে এহেএ দূর আকাশে চাঁন্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাইরে বন্ধু কেবল তুমি ছাড়া । তুমি বুকের ভেতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো ॥ তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥ ও বন্ধুরে…. এক জনমে ভাংগো যদি পিরতের বন্ধন শাহ কুল্লে পাগল হাসানের সার হইবো কান্দন ও বন্ধুরে…. এক জনমে ভাংগো যদি পিরতের বন্ধন শাহ কুল্লে পাগল হাসানের সার হইবো কান্দন তুমি দাগাদিবাই চাইয়োরে বন্ধু দাগাদিবাই চাইয়ো । অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো ॥ তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥ আসমানে যাইওনা রে বন্ধু ধরতে পারবো না, তোমায় পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারবো না, তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥ তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইয়ো ॥
0 Comments