Priyotoma (প্রিয়তমা) lyrics – Shironamhin

"Priyotoma" is a ballad written by Ziaur Rahman and composed by Kazy Ahmad Shafin. The song reflects the pain of saying goodbye to a beloved, capturing the silence, grief, and lingering memories that remain.
Track Info
  • Song : Priyotoma
  • Lyrics: Ziaur Rahman
  • Composition: Kazy Ahmad Shafin
  • Band: Shironamhin
Band Line-up
  • Ziaur Rahman – Bass, Cello
  • Kazy Ahmad Shafin – Drums, Violin, Flute, Back Voice
  • Sheikh Ishtiaque – Vocals
  • Symon Chowdhury – Piano
  • Sudipto Sinha Dipu – Guitar
Priyotoma (প্রিয়তমা) lyrics – Shironamhin

Priyotoma Song lyrics in Bengali:

প্রিয়তমা, চোখে চোখ রেখে কথা হোক নিরবে কিছু কথা এভাবেই নির্বাক একান্তে নিবিড়ে ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, অজস্র বেলীফুল হাতে অভিমান, ম্রিয়মাণ বিকেলে পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে অযথাই কি নিভে যায় আলো দিনের শেষে? সেই বিকেলে, বৃষ্টির জলে অভিমান মাখা খেয়ালে, তুমিও কি ভেঙেছিলে? আকাশে, নিরব নি:শ্বাসে নীলকন্ঠ মেঘ হয়ে আসে তোমার দীর্ঘশ্বাস।। আকাশ জুড়ে তারাজ্বলা মিছিলে তোমার খেয়াল, তোমার হৃদয় জুড়ে শুকনো রঙের দেয়াল, নিরবে... হাজার রাতের বিষাদের শহরে তুমিও ছিলে তোমার পৃথিবীতে, বিষন্ন নিভৃতে, আড়ালে সেই না বলা কথার মাঝেই তোমার ঠিকানা অজানা ঠিকানা খুঁজে ফিরি চোখে চোখে তারাদের মিছিলে। এই চোখে চোখ রেখে প্রিয়তমা নিরবে আরও কিছু কথা হোক নির্বাক একান্তে নিবিড়ে ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, অজস্র মেঘ হয়ে যাক অভিমান, ম্রিয়মাণ বিকেলে আকাশের নীল নীল স্বপ্নের আড়ালে অযথাই কি নিভে যায় আলো শেষ বিকেলে

Priyotoma lyrics English Translation:

Sweetheart, let our eyes meet Where silence softly speaks. May few words remain unspoken In lonesome, mindfully woven In the biting wind, in pain, lips turn blue A handful of jasmine, hold grievances so true In the fading dusk, Behind the world's false dreams and husk Does the light dim without cause, At the beginning of the day’s pause? In that evening, by the rain's embrace, Grief-filled thoughts linger with a tender trace. Did you fall apart too? In the sky, with a silent sigh, Blue-stricken clouds drifts high, Carrying your long sigh, whispering goodbye. Across the sky, in the starry parade, Your thoughts softly invade. A wall turned dull, once full of art Across your whole heart Softly… In the city of sorrow, through a thousand nights, You were there too In your world Where sadness grew, hidden away from view In those unspoken words, I find, Your address remains undefined. I search for your address in our gaze, Amidst the possession of the stars, ablaze. With eyes locked in silence, My beloved, in quiet defiance. Let more words be spoken, wordless, In solitude, endless. Let grievances rise, like clouds through rain. In the dying light of the eve, Behind the sky's blue dreams we grieve Does the light simply fade away, At the end of the dying day

Post a Comment

0 Comments