Chele (ছেলে) lyrics - Sohan Ali

"Chele | ছেলে" is a bold and relatable Bengali song by Sohan Ali, depicting the emotional struggles of youth dealing with unemployment, pressure, and societal expectations. The song stands out for its lyrical realism and fresh musical arrangement, blending humor and heartache through powerful storytelling.

Chele lyrics  by sohan ali
Song Details

Artist: Sohan Ali
Written, Composed, Arranged, Programmed, Produced by: Sohan Ali
Mix & Mastering Engineer: Ghislain Brindamour
Voice Recording Engineer: Zahin Rashid

Chele lyrics by sohan ali:

ধুর বসে কি করছি, সেই সেইম রুটিনে দিন চলে যায় ভালো লাগেনা, লাগেনা....

চাকরীটা হয়ে গেলে বলছি, তাকে দেখিয়ে দেবো মন জোটাতে সময় লাগেনা, লাগেনা...

ও মা তোমার ছেলে আমি ডিপ্রেশনে থেকে বলছি

একটা মেয়ে না চলে গেছে তোমার ছেলে বেকার বলে.. 

পিচঢালা পথ জুতো ক্ষয় মনে হয় সুইসাইড করে যাই মরে যাই..

কত সফট কপি হার্ড কপি ফটোকপি আশা নিয়ে এই বুঝি চাকরীটা পেয়ে যাই, পেয়ে যাই... (২)

এদিকে সিকিউরড লাইফের ঘ্যানর ঘ্যানর নিয়ে সারাদিন তার এত কল আর ভালো লাগেনা...ভালো লাগেনা...

ও মা বিসিএস কি এত সস্তা, যে ক্যাডার হবো এক সপ্তাহে এত সোজা না...এত সোজা না....

ও মা তোমার ছেলে.....

চাকরীর জোরশোর পড়াশোনা ও মা মাথা ঘুরে যায় যায় মরে যাই

কত মামা চাচা ধরাধরি কড়াকড়ি রেফারেন্স এই বুঝি চাকরীটা পেয়ে যাই, পেয়ে যাই.... (২)

তার ন্যাকা ন্যাকা সাজগোজ খোটা দিয়ে কথা রোজ সোশ্যাল সাইটে শত পোষ্ট আর ভালো লাগেনা..ভালো লাগেনা....

ও মা বেকার বলে কি পার্সোনালিটি বিকে গেছে, যা খুশি তাই বলে যাবে কিছু বলা যাবেনা, বলা যাবেনা...

ও মা তোমার ছেলে.....

  

Post a Comment

0 Comments