"Binita | বিনিতা" is a beautiful Bengali song by Sohan Ali, featuring heartfelt lyrics and melodious composition. Written, composed, and performed by Sohan Ali, this song blends romance and tender emotions, capturing the essence of love through poetic expressions.
Song Details
Artist: Sohan Ali
Written, Composed & Performed by: Sohan Ali
Binita lyrics in Bengali :
টুকটাক রাগ থাক ভালোবাসা জিতে যাক তুমি আমি আমি তুমিময় হোক দিনরাত বিনিতা চলো হাটি খালি পায়ে আমি পাঞ্জাবী তুমি সাদা শাড়ী গায়ে আলতা পায়ে ! দাত শিরশির মনে মনে ফিসফাস, হাসিটাই কাল হলো চোখ সর্বনাশ ! আঙ্গুল বৈঠকে হোক সমঝোতা হোক বুকে টেনে নিও প্রিয় আমি যে হতাশ ! আকাশে একটা উড়ো চুমু ছুড়ে দিতে পারো কিংবা হাজারো আমি সে চুমু ঠোঁট বন্দী রেখে বারবার কাবু হতে চাই নিমেষে লাল নীল প্রজাপতি হতে পারো অভিমান ছাড়ো আমি সে প্রজাপতির দুষ্ট জোড়া, হেসে খেলে জান দিতে চাই ! বিনিতা তুমি কত সুন্দর তুমি কি তা জানো ? তুমি মানো না মানো সব ক্লান্তি কষ্ট ঘুচে যায় জানো ! তোমার উফফফ কি তাকানো দাত শিরশির মনে মনে ফিসফাস, হাসিটাই কাল হলো চোখ সর্বনাশ ! আঙ্গুল বৈঠকে হোক সমঝোতা হোক বুকে টেনে নিও প্রিয় আমি যে হতাশ ! Binita u r butterfly flying in my heart Flying in my sky ay ay ay Binita u r sweetest dream come up every night Give my lips try ay ay ay রাত নির্ঘুম অযথা এপাশ ওপাশ হাসিটাই কাল হলো চোখ সর্বনাশ আঙ্গুল বৈঠকে হোক সমঝোতা হোক বুকে টেনে নাও না প্রিয় আমি যে উদাস ..
0 Comments