Shaada Golap (সাদা গোলাপ) Lyrics – Aether | Mrito Deher Gaan Album

"Shaada Golap" (সাদা গোলাপ) হল Mrito Deher Gaan অ্যালবামের সপ্তম গান। আগেরই লেখা গানের একই কথা ধরে, নতুন সুরে এটি উপস্থাপন করেছেন Aether। গানের আবেগঘন ভাষা ও সুর মন ছুঁয়ে যায়, যেখানে অতীত স্মৃতি আর বাস্তবতার এক অনবদ্য মেলবন্ধন ফুটে ওঠে।

Shaada Golap (সাদা গোলাপ) Lyrics – Aether | Mrito Deher Gaan Album
🎵 Song Details:
  • Song: Shaada Golap (সাদা গোলাপ)
  • Album: Mrito Deher Gaan
  • Composition & Production: Aether
  • Cover Art: Sadia

Shaada Golap Lyrics in Bengali:

নাহয় একটা মিথ্যে বলেছি  
তাতে এমন কি হয়েছে  
নিষ্পাপ কিছু স্বপ্ন ভেঙেছে  
যেটা সত্যি বললেও ভেঙে যেত।  

নাহয় একটা গোলাপ কিনেছি  
তাতে এমন কি হয়েছে  
ছয়টি ঋতুর আকাশ, আর চেনা আছে যত পথ  
সব কিছু তুমিময় হয়েছে  
আজ কোথায় তুমি নেই, আজ কোথায় তুমি নেই...

নাহয় একটু মুচকি হেসেছো  
তাতে এমন কি হয়েছে  
শরীরের যত কোষ, আর রক্তের যত কণা  
সবকিছুতেই মিশে গিয়েছে  

নাহয় তুমি চলেই গিয়েছো  
তাতে এমন কি হয়েছে  
সময় যা পরাধীন ছিল তোমার দেয়ালে বন্দি  
সময়টা আজ থেমেই গিয়েছে।  

নাহয় তুমি চলেই গিয়েছো  
তাতে এমন কি হয়েছে  
পরাধীন সেই সময়, যা হয়েছিল তুমিময়  
সময়টা আজ থেমেই গিয়েছে  
আজ কোথায় তুমি নেই, আজ কোথায় তুমি নেই...

Tags: Shaada Golap lyrics, Mrito Deher Gaan, Aether composition, Bengali band song, সাদা গোলাপ লিরিক্স, Band Highway songs,

Post a Comment

0 Comments